বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

গুজরাটে বিজেপির ইতিহাস, হিমাচলে এগিয়ে কংগ্রেস

প্রথম পাতা » আন্তর্জাতিক » গুজরাটে বিজেপির ইতিহাস, হিমাচলে এগিয়ে কংগ্রেস
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



গুজরাটে বিজেপির ইতিহাস, হিমাচলে এগিয়ে কংগ্রেস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটের বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন দল বিজেপি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ ফলাফলে গেরুয়া শিবির এখন পর্যন্ত গুজরাটে ১৮২টি আসনের মধ্যে ১৪৯টি আসন জিতেছে। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৯২টি আসন। আর গতবারের শক্তিশালী প্রতিপক্ষ কংগ্রেস পেয়েছে মাত্র ২২টি আসন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথফেরতের সমীক্ষা অনুযায়ী, এবারও ক্ষমতায় আসছে গেরুয়া শিবির। গুজরাট গত কয়েক দশক ধরে কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই দেখেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। প্রথমেই এগিয়ে যায় বিজেপি। বিধানসভা নির্বাচনে জয়ী হলে মোদি-শাহের বিজেপি টানা সাতবার গুজরাট শাসনের দায়িত্ব পাবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়।

কংগ্রেস গতবারের চেয়ে কম আসন পেয়েছে। ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল এবার ২২টি আসন পেয়েছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ৮টি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনের সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গুজরাটে বিজেপি প্রায় ৫৪.৬ শতাংশ ভোট পাচ্ছে, কংগ্রেস ২৬.৪৯ শতাংশ এবং এএপি ১২.৮৫ শতাংশ ভোট পেয়েছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, গেরুয়া শিবির গুজরাটে ৯৯টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। এটি ছিল বিজেপির সর্বনিম্ন আসন।

গেরুয়া শিবির গুজরাটে ৯৯টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল।গেরুয়া শিবির গুজরাটে ৯৯টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল।

অন্যদিকে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৭৭টি আসন জিতেছিল। সে সময় স্বতন্ত্রসহ অন্যরা ৬টি আসন পায়।

এদিকে হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেসের লড়াই চলছে। সাম্প্রতিক ফলাফল অনুসারে, হিমাচলের ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস ৩৪টি আসন ও বিজেপি ৩০টি আসন জিতেছে। প্রদেশে জিততে ৩৫টি আসন প্রয়োজন।

হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেসের লড়াই চলছে।হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেসের লড়াই চলছে।

হিমাচলের ৬৮টি আসনের জন্য ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, গুজরাটে ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় ১৮২টি আসনে ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৪:১৪   ১৭৫ বার পঠিত