এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

বছরের শুরুতেই আবারও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এক ধাক্কায় ১২ কেজি লোহার সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ৬০০ টাকা। ফলে নতুন দামে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ১ হাজার ২৩২ টাকা। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

এলপিজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে কোম্পানি পর্যায় থেকেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। তৃণমূল পর্যায়ে ভোক্তাদের কাছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়েও ১০০ থেকে ১২০ টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে গত মাসে যেখানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ২০০ টাকা, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ টাকায়। এতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বন্দর ঘারমোড়া এলাকার বিসা মিষ্টান্ন ভান্ডারের মালিক বিসা বলেন, “এক সপ্তাহ আগেও ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ২০০ টাকায় কিনেছি। হঠাৎ সিলিন্ডারপ্রতি ৬০০ টাকা বেড়ে যাওয়ায় রান্নার খরচ অনেক বেড়ে গেছে।”

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, “গত মাসেও ১২ কেজি গ্যাস সিলিন্ডার সাড়ে ১২শ’ টাকায় কিনেছি। এখন একই সিলিন্ডার কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়। আয় তো বাড়েনি, উল্টো খরচ বেড়েই চলেছে। এভাবে চললে আবার জ্বালানি কাঠের দিকেই ফিরতে হবে।”

ঘারমোড়া বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা জামাল মিয়া বলেন, “দাম বাড়ার কারণে গত দুদিন ধরে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। পাইকারিভাবেই আমাদের বেশি দামে সিলিন্ডার কিনতে হয়েছে। তাই বাধ্য হয়ে খুচরা দাম বাড়াতে হচ্ছে। এতে ক্রেতাদের সঙ্গে ঝামেলাও হচ্ছে। দাম কমলে আমাদের জন্যই ভালো।”

সূত্র জানায়, সারাদেশে বর্তমানে প্রায় ৩০টি কোম্পানি এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। এসব কোম্পানি আলাদাভাবে সিলিন্ডারের দাম বাড়িয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এলপিজি গ্যাসের কাঁচামাল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে। খুচরা বিক্রেতাদের কাছে ১২ কেজি সিলিন্ডার প্রায় ১ হাজার ৪৯৮ টাকায় সরবরাহ করা হলেও পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় ভোক্তা পর্যায়ে দাম আরও বেড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৭   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
প্রধান উপদেষ্টার পক্ষে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন শেষে গার্ড অব অনার প্রদান
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সাক্ষাৎ
দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় জাসাস কেন্দ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ