আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা প্রতিরোধ করবে : মন্ত্রী গাজী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা প্রতিরোধ করবে : মন্ত্রী গাজী
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা প্রতিরোধ করবে: মন্ত্রী গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। সরকার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। এই উন্নয়ন কর্মকান্ড ব্যাহত কর‌তে সমাবেশের নামে বিএনপি নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্ঠা কর‌ছে। তা‌দের‌কে নৈরাজ্য ও বিশৃঙ্খলা করতে দেয়া হ‌বে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্র‌তি‌টি ওয়ার্ডে ওয়ার্ডে জনগণকে নিয়ে যে কোন বিশৃঙ্খলা প্রতিরোধ করবে।’

বৃহস্প‌তিবার (৮ ডিসেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় বাংলাদেশের ৩০ টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নির্মিত তারাবো পৌরসভার পানি ভবন উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী।

অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, উপ‌জেলা আওয়ামীলী‌গের কার্যকরী সদস্য ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামীলী‌গের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মে‌হের, উপ‌জেলা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি তানজীর আহ‌মেদ খান রিয়াজ, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকা‌রিয়া, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর রাসেল শিকদার, কাউন্সিলর বিএম আতিক, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর মোহাম্মদ হা‌মিদুল্লাহ, কাউন্সিলর লায়লা পারভীন, কাউন্সিলর মাহফুজা আক্তার ও কাউন্সিলর জোসনা বেগম সহ অনেকে।

অপর‌দি‌কে, বৃহস্প‌তিবার দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় বিএনপি-জামায়াত-‌শি‌বি‌রের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তারাবো পৌরসভা আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠ‌নের উ‌দ্যো‌গে বিক্ষোভ মিছিল ও প্র‌তিবাদ সমা‌বে‌শে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৩   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি
ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ