বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

ফ্লুর আক্রমণ, বাংকারে যেতে পারেন পুতিন: রিপোর্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্লুর আক্রমণ, বাংকারে যেতে পারেন পুতিন: রিপোর্ট
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



ফ্লুর আক্রমণ, বাংকারে যেতে পারেন পুতিন: রিপোর্ট

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে একটি ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেকেই এতে আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংকারে আইসোলেশনে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

চলতি বছর বার্ষিক সংবাদ সম্মেলন করছেন না পুতিন না। গত সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে ঠিক কী কারণে পুতিন এই সংবাদ সম্মেলন করবেন না কিংবা কেন তিনি দীর্ঘদিনের এ প্রথা ভাঙছেন, তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এরপরই ক্রেমলিনে ফ্লুর প্রাদুর্ভাব ও পুতিনের আইসোলেশনে যাওয়ার খবর এলো।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নোভায়া গ্যাজেটা ইউরোপের বরাত দিয়ে ডেইলি মিররে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনের অনেকেই ইতোমধ্যে ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে জনসমাগম এড়াতে পুরোপুরি কোয়ারেন্টিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুতিন।

চলতি মাসে পার্লামেন্টে একটি ভাষণ দেয়ার কথা রয়েছে পুতিনের। তবে টুডে ভার্সতকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন আপার হাউসের ওই ভাষণও বাতিল করতে পারেন। ভার্সতকা আরও জানিয়েছে, পুতিন ও তার পরিবারের সদস্যরা নববর্ষের ছুটি ইউরাল পর্বতের বাংকারে কাটাবেন। এই সময় রুশ প্রেসিডেন্ট সাধারণত কৃষ্ণসাগরের তীরে ছুটি কাটান।

এক রুশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা তাস বলছে, চলতি বছর এইচ১এন১ বা সোয়াইন ফ্লুর মতো এক ধরনের ফ্লু রাশিয়ায় ছড়িয়ে পড়েছে। রোসিয়া-ওয়ান টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আন্না পোপোভা নামের ওই কর্মকর্তা বলেন, এ বছর রাশিয়ায় ফ্লুর প্রকোপ অব্যাহত রয়েছে। ২০০৯ সালে অতি সংক্রামক এই ফ্লুর আবির্ভাব হয়েছিল।

বাংলাদেশ সময়: ১:২০:৫২   ১৭০ বার পঠিত