রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

একের পর এক বিতর্ক ঘিরে রেখেছে বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজকে। এর মধ্যেই মুক্তি পেল তার নতুন ছবি ‘সার্কাস’। ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর-বরুণকে প্রথম দিন শুটিং সেটে চড় মারার কথা

২০০ কোটির জালিয়াতির মামলায় গত কয়েক মাস ধরেই চর্চায় নায়িকা। শুধু তাই নয়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে যাওয়ায়ও অস্বস্তিতে জ্যাকলিন। তবে এত বিতর্কের মাঝেও থমকে নেই জ্যাকলিনের পেশাদার জীবন। শুক্রবারই (২৩ ডিসেম্বর) মুক্তি পেল জ্যাকলিনের নতুন ছবি ‘সাকার্স’। এ ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফাঁস করলেন ছবির শুটিং-এর প্রথম দিন নাভার্সনেসের কারণে কী এক ঘটনা তিনি ঘটিয়েছিলেন।

পরিচালক রোহিত শেঠির এই ছবির সেটে নায়ক রণবীর এবং অভিনেতা বরুণ শর্মাকে সপাটে চড় মেরে বসেন জ্যাকলিন। শ্রীলঙ্কান সুন্দরীর কথায়: ‘প্রথম দিন শুটিং-এ আমি খুব নার্ভাস ছিলাম, শট চলছিল সেখানে আদতেই আমি রণবীর ও বরুণকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে চড় মারার অভিনয় না করে বাস্তবেই কষিয়ে চড় মারি। এর খানিক পর ধাতস্থ হয়েছিলাম আমি, বরফ গলেছিল।’ ছেড়ে দেয়ার পাত্র নন রণবীর। ফুট কেটে পাশ থেকে নায়ক বলেন, ‘হ্যাঁ, ওর বরফ গলানোর চক্করে আমার তো চোয়াল ভেঙে যাচ্ছিল, আমাকে তো সেখানে বরফ ঘষতে হয়েছে তারপর।’

শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অব এররস’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে সার্কাস-এর চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর ও বরুণ। রণবীরের নায়িকা হিসেবে দেখা মিলবে জ্যাকনিল ও পূজা হেগড়ের।

এই মাল্টিস্টারার ছবিতে থাকছেন টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুরলি শর্মার মতো একাধিক চরিত্রাভিনেতা। ১৯৬০-এর প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই ছবির গল্প। ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’র পর রোহিত শেঠির আরও এক ছবিতে দেখা মিলল রণবীরের।

এই প্রথম কোনো বলিউড ছবির অনুপ্রেরণা নয় ‘কমেডি অব এররস’। এর আগে সঞ্জীব কুমারের ‘অঙ্গুর’, কিশোর কুমারের ‘দো দুনি চার’-এর মতো ছবিও শেক্সপিয়ারের এই নাটককে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে। রোহিত শেঠির ছবিতে নতুন কী চমক থাকে, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২৫   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন রাজনৈতিক দল বিইউপি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
রাতে অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ‘মোন্থা’
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
নির্বাচিত প্রতিনিধিরা গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন: অধ্যাপক আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
ভৈরবে একযোগে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
পরিবেশ ধ্বংসের বিনিময়ে উন্নয়ন কখনো টেকসই হয়না - রিজওয়ানা হাসান
মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
সরিষাবাড়ীতে বিএনপি সমর্থকের ওপর হামলা: বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ