সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



সিলেটে নানা আয়োজনে বড়দিন পালিত

সিলেটে নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সিলেট মহানগরীর নয়াসড়কে সিলেট প্রেসবিটারিয়ান চার্চসহ নগরী ও নগরীর আশপাশের অন্যান্য চার্চও সেজে উঠেছে উৎসবের রঙে। লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে হয়ে উঠেছে গির্জাগুলো।
নয়াসড়ক চার্চের ফাদার ডিকন নিজুম সাংমা বাসস’কে জানান, ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় প্রার্থনা দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর সকাল সাড়ে ১০ টায় কেক কাটা হয়। এরপরে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সন্ধ্যায় দিকেও থাকছে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজন।
তিনি জানান, এ দিবসে আমরা মন্দ দূর করে যিশুকে হৃদয় থেকে বরণ করে নেওয়ার জন্য প্রার্থনা করি। এতে দেশ ও বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন চার্চে শুভেচ্ছা ও সম্প্রীতি উপঢৌকন প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন চার্চ পরিদর্শন করেছেন- এসএমপি’র কমিশনার মোঃ নিশারুল আরিফ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানাসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। এ সময় এসএমপি’র পক্ষ থেকে কমিশনার শুভেচ্ছা উপঢৌকন প্রদান করা হয়। এসএমপি সুত্র জানায়, যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের লক্ষে গির্জা সমূহে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন চার্চে শুভেচ্ছা উপঢৌকন হিসেবে কেক বিতরণ করা হয়।
সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, নয়াসড়কে কেক বিতরণ করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ। বিসপ হাউস শাহপরানে কেক বিতরণ করেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) মোহাম্মদ আবদুল ওয়াহাব, বড়শালা ক্যাথলিক চার্চ এয়ারপোর্টে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ তোফায়েল আহমদ, মালিনীছড়া চা-বাগান প্রেসবিটারিয়ান চার্চ সিলেটে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, খাদিম নগর ক্যাথলিক চার্চে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, সেন্ট পিটার ক্যাথলিক চার্চ বালুচরে কেক বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, বড়শালা প্রেসবিটানিয়া চার্চ মংলীপাড়ে কেক বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ-উত্তর) গৌতম দেব, এজি চার্চ পীরেরবাজার ও ইম্মানুয়েল ব্যাপ্টিস্ট চার্চ লাকড়ীপাড়া শিবগঞ্জে কেক বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ (অপরাধ-দক্ষিণ) মোঃ তাহমিদুল ইসলাম এবং কালাগুল ক্যাথলিক চার্চ কালাগুল চা-বাগানে কেক বিতরণ করেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) অলক কান্তি শর্মা।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৪   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ