জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননায় ভূষিত মানব কল্যাণ পরিষদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননায় ভূষিত মানব কল্যাণ পরিষদ
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননায় ভূষিত মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার :  “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে ২ জানুয়ারি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। মানবিক অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মানব কল্যাণ পরিষদ সহ আরও কয়েকটি সংগঠনকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোলায়মানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমত আরা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি এসএম আরিফ মিহির, সাবেক সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানী, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতী সংস্থার সভাপতি মোঃ ইউসুফ আলী হাওলাদার সহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার হামিদুল্লা মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আব্দুস সালাম ও শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। পরিশেষে জাতীয় সমাজসেবা দিবসে নারায়ণগঞ্জ জেলার সেরা ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি প্রাপ্ত ৫টি সংগঠনের প্রতিনিধিদের আরও মানবিক কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ তাদের অভিনন্দন জানান। এ সময় সম্মাননায় পুরস্কারপ্রাপ্তরা জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে, আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কোর্ট চত্ত্বরে প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৮   ৫৩৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৮ দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড়ল বিএনপি
একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ