শিল্প জগতে আরেক নক্ষত্রের পতন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প জগতে আরেক নক্ষত্রের পতন
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



শিল্প জগতে আরেক নক্ষত্রের পতন

ভারতীয় শিল্প জগতে সনৎ কর স্বনামধন্য শিল্পী। এ গুণী শিল্পী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। গুণী এ শিল্পীর মরদেহ শেষ শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর কলা ভবনে। সোমবার তাই অনুরাগীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শিল্পী সনৎ করের জন্ম ১৯৩৫ সালে। ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের প্রতি তার আগ্রহ ছিল। তাই ৮৮ বছর বয়সের জীবনে পুরোটা সময়ই ব্যয় করেছেন তিনি শিল্প আর সাহিত্য চর্চায়। ছোটবেলায় তাই ভর্তি হয়েছিলেন কলকাতার সরকারি আর্ট কলেজে। শিক্ষাজীবন শেষ করে পা রাখেন কর্মজীবনে।

শান্তিনিকেতনের কলা ভবনে তার প্রথাগত কর্মজীবন শেষ হয়। সেখানে গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। ১৯৯৫ সালে এ পদ থেকে অবসর নিলেও তার ভাবনার ছোঁয়ায় শান্তিনিকেতনে শিল্প-শিক্ষায় বেশ কিছুর পরিবর্তন ঘটান তিনি।

শিক্ষকতা থেকে অবসর নিলেও কাজ থামেনি তার। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে নানা গুরুত্বপূর্ণ বদলের রসদ জুগিয়েছেন তিনি। তার হাত ধরেই ভারতে এ শিল্পের নতুন ধারা তৈরি হয়। ‘সোসাইটি অব কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গেও যুক্ত ছিলেন এই শিল্পী।

জীবনের বিভিন্ন স্তরের বিস্ময় ও বিশ্বাস ফুটে উঠেছিল তার কাজের রং আর ছোট ছোট রেখায়। ভারতীয় শিল্পের ইতিহাসে সনৎ করের অর্ধশতাব্দীর দীর্ঘ শিল্পচর্চা বিরল এক সম্পদ। তাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শিল্প জগতে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৫৭   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ