বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩

ফরিদপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.২
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



ফরিদপুরে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.২

ফরিদপুরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঘন কায়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, মধ্যরাত হতে ঘন কায়াশা পড়ায় দিনের বেলায়ও রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তা ছাড়া শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছেন।

ফরিদপুরে আবহাওয়া অফিসার মিজানুর রহমান বলেন, এর আগে গত রোববার (০৯ জানুয়ারি) ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০৬   ১৮২ বার পঠিত