ফ্লাইট অ্যাটেনডেন্ট ওশিনকে কাজে যেতে নিষেধ করেছিলেন বাবা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্লাইট অ্যাটেনডেন্ট ওশিনকে কাজে যেতে নিষেধ করেছিলেন বাবা
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



ফ্লাইট অ্যাটেনডেন্ট ওশিনকে কাজে যেতে নিষেধ করেছিলেন বাবা

নেপালে দুর্ঘটনার শিকার ইয়েতি এয়ারলাইনসের বিমানটিতে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে ছিলেন ওশিন এলি মাগার। দুর্ঘটনার দিন তাকে তার বাবা কাজে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু ওশিন তা শোনেননি। বরং বাবাকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, পোখারা থেকে ফিরে তিনি পরিবারের সঙ্গে মাঘীসংক্রান্তি উৎসব পালন করবেন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ১৫ জানুয়ারি নেপালের পোখারা বিমানবন্দরের পাশেই ৭২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ বছর বয়সী ওশিন সেই বিধ্বস্ত বিমানটিতে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ওশিনের বাবা ভারতের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহন এলি মাগার। অশ্রুসজল চোখে তিনি জানান, তার পরিবার মাঘীসংক্রান্তি উৎসবের প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষের দিকে ছিল। অপেক্ষা ছিল কেবল মেয়ের ফিরে আসার। তিনি আরও জানান, বিশেষ এ দিনটিতে তিনি চেয়েছিলেন ওশিন যেন কাজে না যায়।

ওশিনের বাবা বলেন, ‘সে আমাকে বলেছিল, সেই দুর্ভাগা দিনটিতে সে কেবল দুটি ফ্লাইটে কাজ করবে এবং কাজ শেষে বাড়ি ফিরে সবার সঙ্গে উৎসব পালন করবে।’
কিন্তু তা আর হয়নি। তার আগেই ওশিন চলে গেছেন দুনিয়া ছেড়ে। এরই মধ্যে পরিবারের সদস্যরা পোখারায় পৌঁছেছেন ওশিনের মরদেহ শনাক্ত করার জন্য।

ওশিনের আদি নিবাস নেপালের চিতওয়ান জেলায়। তবে বছর দুয়েক আগে ইয়েতি এয়ারলাইনসে কাজ শুরু করার পর থেকে তিনি দেশটির রাজধানী কাঠমান্ডুতে থাকতেন। গত ছমাস ধরেই ওশিন বাবাকে তার সঙ্গে এসে থাকার অনুরোধ করে আসছিলেন।

ইয়েতি এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকেও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১২:১০:৪৪   ৩৬৭ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ