চিলাহাটি ও ঢাকা রুটে দুই ট্রেনের সংঘর্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিলাহাটি ও ঢাকা রুটে দুই ট্রেনের সংঘর্ষ
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



চিলাহাটি ও ঢাকা রুটে দুই ট্রেনের সংঘর্ষ

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : নীলফামারীর ডোমারের চিলাহাটিতে স্টেশন মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় চিলাহাটি-ঢাকা রুটে বন্ধ থাকা ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রেনের চালকসহ কয়েকজন আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েক শত যাত্রী। এ ঘটনায় চিলাহাটি-ঢাকা রুটে প্রায় ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে দুর্ঘটনার কারণ হিসেবে স্টেশন মাস্টারের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় ও ট্রেনের চালকরা। ঘটনার পর থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার পলাতক রয়েছেন। দুর্ঘটনায় দুই ট্রেনের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- রূপসা এক্সপ্রেসের লোকোমাস্টার নাজমুল হক ও মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়, পুলিশ ও ট্রেন চালক সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টার দিকে পার্বতীপুর থেকে চিলাহাটিতে আসে মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনটি। তবে সিগনাল লাইটে লাল বাতি থাকায় স্টেশনের আউটটারে দাঁড়িয়েছিল ইঞ্জিনটি। এদিকে লাইনো মিতালীর ইঞ্জিন থাকা সত্ত্বেও সকাল সাড়ে ৮টার দিকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে দাড়িয়ে থাকা মিতালি এক্সপ্রেস লাইট ইঞ্জিনে ধাক্কা দেয় রূপসা এক্সপ্রেস ট্রেনটি। এতে রূপসা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি ও দুটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে লাইন থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি ও মিতালী ক্ষতিগ্রস্ত ইঞ্জিনকে অন্য লাইনে সরিয়ে নেয়।
চিলাহাটি এলাকার রমিজ উদ্দিন বলেন, সকাল বেলা হঠাৎ বিকট শুনতে পেয়ে দৌড়ে এসে দেখি ইঞ্জিনটার দুইটা চালক পড়ে আছে। পরে আমি তাদের ভ্যানে করে হাসপাতালের পাঠিয়ে দেই। এদিকে এসে দেখি কয়েকজন আহত। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, কেউ কেউ বাড়ি চলে গেছে।
স্থানীয় কামরুজ্জামান আহম্মেদ বলেন, স্টেশন মাস্টার জানে চিলাহাটিতে মিতালী ট্রেনের ইঞ্জিন আসবে। তাও মাস্টার ট্রেন ছেড়ে দিলো কেন? এ জন্য এক্সিডেন্ট হইছে। এখানে প্রায় ২০ থেকে ৩০ জনের মত মানুষ আহত হয়েছে।
রূপসা এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার তাজুল ইসলাম বলেন, মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনটাকে চিলাহাটির ভেতরে আগে রিসিভ করবে তারপরে আমাদের গাড়ি ছাড়ার অনুমতি দেবে। কিন্তু স্টেশন মাস্টার ওই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনকে রিসিভ না করেই আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিল। আমরা তো জানি না সামনে গাড়ি আছে। আমরা অনুমতি পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর কুয়াশার কারণে ওই ইঞ্জিন দেখা যায়নি। কাছাকাছি এসে যখন দেখা গেছে তখন ব্রেক করতে করতে ধাক্কা লেগে যায়।
দুর্ঘটনার বিষয়ে জানতে চিলাহাটি স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে পাওয়া যায়নি। চিলাহাটি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সৈয়দপুরে রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, পার্বতীপুর থেকে ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি আনতে একটি খালি ইঞ্জিন চিলাহাটি যায়। লাইন ক্লিয়ার না পেয়ে আউটারে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। এ সময় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি পৌঁছালে লাইন ক্লিয়ার করে দেওয়া হয়। এরপর রূপসা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই খালি ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন এবং দুটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশনে প্রায় ২ ঘণ্টা দেড়িতে প্রবেশ করেছে। মিতালী এক্সপ্রেস ট্রেনটিকে পার্বতীপুর আসা ইঞ্জিনটিকে নিয়ে যাবে।
পার্বতীপুর রেলওয়ে জংশনের লোকোমোটিভ ইনচার্জ নাইমুল ইসলাম বলেন, মিতালি এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ডোমার স্টেশন থেকে ক্লিয়ারেন্স নিয়েই এসেছে। আর রূপসা এক্সপ্রেস ট্রেনটিও চিলাহাটির এক্সপ্রেস থেকে অনুমতি নিয়েই ছেড়েছে। এখানে যে সিগনালের ভুল হয়েছে এটা নিশ্চিত। আমরা একটি লোকোমোটিভ নিয়ে এসেছি উদ্ধারে কাজ করেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৮   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
মানুষের প্রতি শেখ হাসিনার মত আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা
বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ