ব্রাজিলে হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন সুয়ারেজ

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলে হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন সুয়ারেজ
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



ব্রাজিলে হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন সুয়ারেজ

বয়সটা ৩৫, লুইস সুয়ারেজ ক্যারিয়ারের সোনালি সময়টা ফেলে এসেছেন অনেক আগেই। ২০২১ মৌসুমের পর ‘বুড়ো তকমা’ পেয়ে ইউরোপিয়ান লিগের ক্লাব আতলেটিকো মাদ্রিদ থেকেও বাদ পড়েন উরুগুয়ের সাবেক এই তারকা স্ট্রাইকার। এরপর কাতারে নিজের শেষ বিশ্বকাপ খেলার জন্য নিজের শৈশব কাটানো ক্লাব ন্যাসিওনালে ফিরে যান তিনি।

কিন্তু উরুগুইয়ান ক্লাবটির সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ক্লাবহীন হয়ে পড়েছিলেন তিনি। তবে বন্ধু আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পরামর্শ মেনে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এক সময়ে তার সতীর্থ হিসেবে কাটানো সুয়ারেজ।

ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরা সময় ফেলে আসা সুয়ারেজ ব্রাজিলিয়ান ফুটবলে নিজের প্রথম ম্যাচেই ক্যারিয়ারের সেরা অভিষেক রাঙিয়েছেন হ্যাটট্রিকে। তার অসাধারণ নৈপুণ্যে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রেকোপা গাউচা সুপার কাপের শিরোপা জিতে মৌসুম শুরু করেছে গ্রেমিও।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গ্রেমিওর ঘরের মাঠ পোর্তো অ্যালেগ্রেতে গতবছর দেশটির ক্যাম্পেনেতো গাউচা বা রিও গ্রান্দের শীর্ষ লিগজয়ী গ্রেমিও এবং কোপা এফজিএফজয়ী দল জেতা সাও লুইজ রেকোপা গাউচা সুপার কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছিল। যেখানে ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন সুয়ারেজ।

প্রথম গোলটি করেন প্রতিপক্ষের গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে, পরেরটি ছিল নিখুঁত ফিনিশিং আর তৃতীয়টি বিরতির ৭ মিনিট আগে দুর্দান্ত ভলিতে করা গোলে হ্যাটট্রিক পেয়ে যান সুয়ারেজ।

প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধে প্রায় ১০ বছর পর হ্যাটট্রিক করলেন সুয়ারেজ। সবশেষ ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে নরউইচ সিটির বিপক্ষে সুয়ারেজ এই কৃতি গড়েছিলেন। এছাড়া ২০১৮ সালের অক্টোবরের পর প্রথম হ্যাটট্রিক করলেন সুয়ারেজ। সেবার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের জালে তিন গোল করেছিলেন সাবেক এই বার্সা স্ট্রাইকার।

গ্রেমিওর হয়ে হ্যাটট্রিক করে ক্যারিয়ারে ৩০টি হ্যাটট্রিক পূরণ করলেন সুয়ারেজ। এই ম্যাচের আগে বার্সার হয়ে ১২টি, আয়াক্সে ৯টি, লিভারপুলে ৬টি ও উরুগুয়ের হয়ে ২টি হ্যাটট্রিক করেছেন। তবে ক্যারিয়ারের গৌধুলি লগ্নে এসে এই হ্যাটট্রিকটি সুয়ারেজের কাছে বিশেষ কিছু।

এর আগে ৬টি ক্লাবের খেললেও অভিষেক ম্যাচে হ্যাটট্রিক পাননি সুয়ারেজ। তবে আতলেতিকোর হয়ে অভিষেকে জোড়া গোল করেছিলেন তিনি। তাই ম্যাচ শেষে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এটা তার ক্যারিয়ারের সেরা অভিষেক কি না? জবাবে সুয়ারেজ জানিয়েছেন, ‘আমার মনে হয় এটাই। আতলেতিকোর হয়েও অভিষেকটা ভালো ছিল।’

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ