বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



---

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৩৮. হে মুমিনগণ! তোমাদের কী হল যে, যখন তোমাদেরকে বলা হয়, ‘বের হও আল্লাহর পথে,‘ তখন তোমরা মাটিতে লেগে থাক (অলসভাবে বসে থাক); তাহলে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবনের উপর পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগ- বিলাস তো আখেরাতের তুলনায় কিছুই নয়, অতি সামান্য।১২

আল হাদিস
দু’মুখো ব্যক্তি সর্বনিকৃষ্ট
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা মানব জাতিকে খনির মত পাবে। তাদের মধ্যে (ইসলাম গ্রহণের পূর্বে) জাহেলী যামানায় যারা সর্বোত্তম, ইসলামেও তারা সর্বোত্তম। তবে শর্ত হলো যদি তারা (ইসলামী) জ্ঞান অর্জন করে। আর তোমরা তাদের মধ্যে (ইসলামের) এ নেতৃত্বের যে আসনে সর্বোত্তম ব্যক্তি হিসেবে তাকেই পাবে, যে (পূর্বে) ইসলামের ঘোর দুশমন ছিল। আর মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট সেই দ্বিমুখী ব্যক্তিকেই পাবে, যে এক বেশে এদের কাছে আসে এবং আরেক বেশে অন্যদের কাছে যায়।”
[মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ৩৪৯৩, মুসলিম: ২৫২৬]

বাংলাদেশ সময়: ০:১১:৫৫   ১৮৫ বার পঠিত