সাতসকালে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » সাতসকালে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



সাতসকালে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

টিকে থাকার লড়াইয়ে জয় দরকার ছিল আর্জেন্টিনার। এমন লক্ষ্য নিয়ে দক্ষিণ আমেরিকার দলটি যখন মাঠে নামে, তখন বাংলাদেশে ভোরের সূর্য উঁকি দেয়ার চেষ্টা করছিল। আর তখনই বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের জন্য দুঃসংবাদ ভেসে আসে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তারা হেরেছে ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে। তাতে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পয়েন্ট শূন্য রইল আর্জেন্টিনা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কলম্বিয়ায় সকাল সাড়ে ৬টায় মাঠে নামে অনূর্ধ্ব-২০ আর্জেন্টিনা ও ব্রাজিল দল। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। আর দ্বিতীয়ার্ধ শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হলুদ জার্সির দলটি। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

অন্যদিকে শূন্য পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে আলবিসেলেস্তেরা। এর আগে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের মুখ দেখে আর্জেন্টিনা। এই মুহূর্তে ৩ ম্যাচ থেকে ২ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে।

আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচটিতে ৮ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার গিয়ের্মে বিরো। সাইডলাইন থেকে থ্রোইনে বলটি যখন ডি-বক্সে প্রবেশ করে, তখন বাম পায়ের শটে জালে বল জড়ান বিরো। তাতে ব্রাজিল ১-০ গোলের লিড পায়। ২৭ মিনিটে সমতায় ফেরার জন্য পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন জিনো ইনফান্তি। পেনাল্টির শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক মাইকেল।

৩৬ মিনিটে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন আন্দ্রে সান্তোস। মধ্যমাঠ থেকে বল নিয়ে জাদুকরী ভঙ্গিতে গোলটি করেন সান্তোস। ৮৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর দারুণ শট থেকে গোল করে ৩-০ ব্যবধান তৈরি করেন ভিটর রকি। তখন প্রায় শেষ মিনিটের খেলা চলছিল। সে সময়ে গোল পায় আর্জেন্টিনা। নিকো পাজের থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ম্যাক্সিমিলিয়ানো গঞ্জালেজ। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া ও পেরু। আগামী ২৬ জানুয়ারি ভোর ৪টায় পেরুর বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনার যুবারা। আর ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় কলম্বিয়ার বিপক্ষে হবে শেষ ম্যাচ। ব্রাজিলেরও দুটি খেলা বাকি রয়েছে। তৃতীয় ম্যাচটি ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৮ জানুয়ারি একই সময়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

বাংলাদেশ সময়: ১৪:০২:৫৩   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা
ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কখন ও কীভাবে দেখবেন
বরিশালে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল পেনাং গ্ল্যাডিয়েটর
বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ