যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ১.০৯ কিমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ১.০৯ কিমি
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ১.০৯ কিমি

যমুনার বুকে এখন দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল কাঠামোর ১.০৯ কিলোমিটার। মোট ৪৯টি স্প্যানের মধ্যে ১০টি স্প্যানের কাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে। আর ৫০টি পিলারের মধ্যে ১৫টি বসানোর কাজ শেষ হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলেন, এখন পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি ৫৩ শতাংশ। রেলসেতু প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পণ্যপরিবহনে গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আর নির্ধারিত সময়ের মধ্যেই এর নির্মাণ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক।

যমুনার বুকে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে এখন অনেকটাই দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। মোট ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর মধ্যে ১.০৯ কিলোমিটার মূল কাঠামো এখন নদীর ওপর দৃশ্যমান। দেশি-বিদেশি প্রকৌশলী আর কর্মীদের রাত-দিন অক্লান্ত পরিশ্রমে চলছে সেতুর পাইলিং ও সুপার স্ট্রাকচার বসানোর কাজ। এরই মধ্যে ৪০ থেকে ৫০ নম্বর পিলার পর্যন্ত বসানো হয়েছে ১০টি স্প্যান। আর ৫০টি পিলারের মধ্যে ১৫টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এখন পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি ৫৩ শতাংশ। এছাড়া সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপাড়ে সমান তালে এগিয়ে চলেছে মাটি ভরাট ও নতুন সংযোগ লাইন বসানোর কাজ।

এদিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য বলেন, রেলসেতু প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বিভিন্ন পণ্যপরিবহনেও গতি আসবে। এতে অনেকটা সহজ হবে পণ্যপরিবহন।

প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সালের জুনে হলেও কাজ শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে বলে জানান প্রকল্প পরিচালক। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে রেলসেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩৯   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস - সমাজকল্যাণ উপদেষ্টা
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে জশনে জুলুস
দেশ ও মানুষের কল্যাণে বিএনপি রাজনীতি করে: গিয়াসউদ্দিন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আমরা স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন দেখাতে চাই - ডিসি
জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর
জাতির সেবায় সদাপ্রস্তুত আনসার-ভিডিপি সদস্যরা: মহাপরিচালক
নতুন বিশ্বব্যবস্থা কেমন হবে, চীন যে বার্তা দিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ