জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

জামালপুর প্রতিনিধি : পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছ নিধনে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছ নিধনে কঠোর অবস্থানে রয়েছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ীতে উৎপাদিত ১৮ হাজার আগ্রাসী প্রজাতির চারা ভর্তুকি মূল্যে নিধন করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩০ জুন) উপজেলা পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় জুয়েল নার্সারী ও দুলাল নার্সারীতে এই নিধন কর্মসূচি চালানো হয়। এই দুটি নার্সারিতে উৎপাদিত ১৮ হাজার চারা গাছ প্রতিটি চার টাকা করে ভর্তুকি দিয়ে নিধন করা হয়।

আগ্রাসী প্রজাতির চারা নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলামিন, আব্দুল কাদের ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহ থানার পুলিশ সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এই গাছগুলো রোপণ, উত্তোলন ও বিক্রয় সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও নির্দেশনা দেন যে, এইসব প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। এই প্রজাতির গাছের উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩০   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মাসুদুজ্জামানের দোয়া ও মিলাদ
হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ