পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র  ২০তম বৈঠক

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং সাবের হোসেন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

বৈঠকে জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে খাদ্য মন্ত্রণালয় থেকে সমাপ্ত প্রকল্পসমূহের উপর আই.এম.ই.ডি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তবায়ন অগ্রগতি এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত সময়ের মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

খাদ্যমান সঠিক রেখে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করে সান্তাহার সাইলোতে বহুতল খাদ্যগুদাম নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত) এর কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে নির্মাণের বিষয়ে বৈঠকে মতামত ব্যক্ত করা হয়। পোকার আক্রমন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সোলার সিস্টেমের আউটপুট মনিটরিংয়ের মাধ্যমে কার্যকারিতা নির্ণয়, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক মানের খাদ্য সংরক্ষণাগার নির্মাণের পরামর্শ দেয়া হয়।

ভেজালমুক্ত খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে খাদ্য গুদামের সক্ষমতা বৃদ্ধিকল্পে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মনিটরিংয়ের মাধ্যমে ফরমালিন ও দূষণমুক্ত খাদ্য আমদানি নিশ্চিত করা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করে খাদ্যমান নিশ্চিত করার প্রতি সজাগ থাকা এবং খাদ্যের গুণগতমান যথাযথ রেখে বাজারজাত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, দুর্যোগকালীন দেশের খাদ্য ঘাটতি পুরণের লক্ষ্যে বিদেশ থেকে আমদানিকৃত খাদ্যের গুণগতমান সঠিক রাখার পাশাপাশি দেশীয় খাদ্য সংরক্ষণের কার্যক্রম যথাযথ রাখার প্রতি অধিক গুরুত্ব দেয়ার জন্য মন্ত্রণালয়কে কমিটি নির্দেশনা প্রদান করে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৩   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ