হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না কাদের
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩



হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না কাদের

আশরাফুল আলম ওরফে হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।

হিরো আলমকে নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।

মানুষ ভোট দেয়ার প্রতি কেন আগ্রহ হারাচ্ছে- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই উপনির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে। কেননা এটা দিয়ে তো সরকারের বা এটা দিয়ে খুব বেশি লাভ-ক্ষতি কেউ খুঁজে পায় না।

জাতীয় নির্বাচনেও কি এরকমই থাকবে- জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় নির্বাচন আর উপনির্বাচন এক কথা না। এখানে অনেকগুলো বিষয় থাকে।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশগ্রহণ না করলে সেখানে তারতম্য হবে। কিন্তু যেহেতু জাতীয় নির্বাচনে সরকার গঠনের বিষয় আছে, সেখানে অবশ্যই ভোটার উপস্থিতি অনেক বেশি হবে।

প্রসঙ্গত, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হিরো আলম।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৩১   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান
লাইলাতুল ইলেকশনের ডিসিদের প্রত্যেককে অপসারণ করা হয়েছে: জ্বালানি উপদেষ্টা
রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন
এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার আলোচনার বাইরে: নজরুল ইসলাম
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ