নতুন বউ কিয়ারার কাণ্ডে চোখ ভিজল সবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বউ কিয়ারার কাণ্ডে চোখ ভিজল সবার
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩



নতুন বউ কিয়ারার কাণ্ডে চোখ ভিজল সবার

সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) হিন্দুরীতি মেনে বিয়ে করেছেন সিদ্ধার্থ কিয়ারা। মনীশ মালহোত্রার তৈরি গোলাপি রঙের লেহেঙ্গায় অপরূপ সাজে সেজেছিলেন কনে কিয়ারা। তবে এ সাজে বিশেষ একটি দিক দেখে চোখের জল আটকে রাখতে পারেনি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

বিয়ের দিন মণীশ মালহোত্রার নকশা কাটা লেহেঙ্গায় অপরূপ সাজে সেজেছিলেন কিয়ারা। তবে রাজকীয় এ বিয়েতে সবার নজর পড়েছে কিয়ারার চুড়ি থেকে ঝুলন্ত কলিরের ( ঝুমকা) দিকে। পাঞ্জাবি কনের সাজ অসম্পূর্ণ চূড়া আর কলিরে ছাড়া। আর এখানেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন কনে কিয়ারা।

কিয়ারার এই কলিরে চমক হিসেবে ছিল একটি ছবি। যেখানে প্রিয় একটি মুখ সহজেই সবার নজরে পড়েছে। বিশেষভাবে তৈরি কিয়ারার এই কলিরেতে সোনালি এবং রুপালি রঙা চাঁদ এবং তারার মেলবন্ধন ছিল। সঙ্গে আরও ছিল দম্পতির নামের আদ্যক্ষর S এবং K। প্রজাপতি, প্য়ারিসের আইফেল টাওয়ার যা নবদম্পতি দুজনেরই খুব প্রিয় পর্যটনস্থল।

এসবের মাঝে ছিল সিদ্ধার্থের প্রিয় পোষ্য অস্কারের মুখ। সিদ্ধার্থের ১১ বছরের সঙ্গী ছিল অস্কার। মুম্বইয়ে এই পোষ্যর সঙ্গেই থাকতেন অভিনেতা। গত বছর ফেব্রুয়ারিতে মারা যায় অস্কার। সেই সময় সিদ্ধার্থ লিখেছিলেন, ‘অস্কার আমাকে শিখিয়েছে কী করে অন্যের প্রতি সংবেদনশীল হতে হয়, অন্যকে ভালোবাসতে হয়, সবার যত্ন নিতে হয়…..আমার দিন অসম্পূর্ণ ওকে ছাড়া।

এই কথারই শতভাগ গুরুত্ব ছিল কিয়ারার মনে। তাই হবু স্বামীর বিয়ের দিনটি যেন অসম্পূর্ণ না থাকে তাই বিয়ের মণ্ডপে চুরির কলিরে করে যেন অস্কারকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি।

প্রিয় কুকুর অস্কার মরে গিয়েও যেন বিয়ের মণ্ডপে হাজির ছিল এই প্রতীকের মাধ্যমেই। এমন আবেগী মুহূর্তে তাই কিছু সময়ের জন্য সবারই চোখ ভিজিয়ে দিয়েছিল হারানোর অশ্রু।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১:৫০:৩৮   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা চার প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি শুধুই ম্যানসিটির
বঙ্গবাজার বিপনী বিতান নির্মাণ কাজের উদ্বোধন ২৫ মে
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে রাষ্ট্রীয় গণমাধ্যম
ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ের সেবা প্রত্যাশীদের জন্য পার্ক উদ্বোধন
ফতুল্লায় ৫ মাস পর রাজমিস্ত্রী হত্যায় ঘাতক গ্রেপ্তার
পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী
সরকার ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করছে : পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই হোক অঙ্গীকার : তথ্যপ্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ