প্রাথমিক শিক্ষকদের বিভাগ-জেলা পর্যায়ে বদলির সময় জানালেন সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক শিক্ষকদের বিভাগ-জেলা পর্যায়ে বদলির সময় জানালেন সচিব
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩



প্রাথমিক শিক্ষকদের বিভাগ-জেলা পর্যায়ে বদলির সময় জানালেন সচিব

আন্তঃজেলা, আন্তঃসিটি করপোরেশন এবং আন্তঃবিভাগ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় ধাপে বদলি কার্যক্রমের সময় জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে চলতি মাসেই (ফেব্রুয়ারি) শিক্ষকদের দ্বিতীয় ধাপে বদলি কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফরিদ আহম্মদ বলেন, ‘অনেকদিন ধরে অনলাইন শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় পাইলটিং করছে। এ জন্য আমরা একটি ডায়নামিক সফটওয়্যারও করেছি। শিক্ষকদের চাহিদাগুলো বিবেচনা করে গত বছরের ২২ ডিসেম্বর একটি সমন্বিত নীতিমালা জারি করেছি। এটার আলোকে প্রথমপর্যায়ে আন্তঃউপজেলা বদলি কার্যক্রম শুরু করেছি। এক সপ্তাহের মধ্যে ২৫ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে।

তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে এ মাসেই আন্তঃজেলা, আন্তঃসিটি করপোরেশন এবং আন্তঃবিভাগ পর্যায়ে শিক্ষক বদলিতে আরও কিছু কাজ করতে হবে। সেই কাজটা করছি।’

সচিব বলেন, ‘প্রথম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হলেও শিক্ষক প্রশিক্ষণ এখনও শুরুই হয়নি। অন্যদিকে, শিক্ষক প্রশিক্ষণের মেয়াদ ১৮ মাস করা হয়। সেজন্য মডিউলও করা হয়। কিন্তু পরে দেখা গেছে প্রশিক্ষণের মেয়াদ কমানো হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, এ বিষয়ে আমরা জানাইনি তাই ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এবার প্রথম শ্রেণির নতুন পাঠ্যক্রম চালু হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। মার্চ মাসে এটা সম্পন্ন হবে।

তিনি বলেন, এ বছর নভেম্বরের মধ্যেই প্রাথমিকের বই ছাপানোর কার্যক্রম সম্পন্ন করতে এরই মধ্যে আমরা বিস্তারিত কর্মপরিকল্পনাও হাতে নিয়েছি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৪   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক
জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ শহীদের সমাধিতে শ্রদ্ধা
অর্থনীতিকে চাঙা করার জন্য অবশ্যই দ্রুত নির্বাচন দরকার : আযম খান
নড়াইলে জুলাই গণঅভ্যূত্থান দিবস পালিত
বাগেরহাটে শহীদ আলিফের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের
বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ