সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি এখন পথহারা : নাছিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি এখন পথহারা : নাছিম
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি এখন পথহারা : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের কারনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে ‘বিএনপি এখন পথহারা’।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিনটি থানার ১২টি ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা এতিম হই নাই, বিএনপি-জামায়াত এতিম হয়ে গেছে। আমরা দিশেহারা হই নাই, তারা পথহারা হয়ে গেছে। তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের আস্থায় বিএনপি-জামায়াত নাই। তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’
আওয়ামী লীগ গণতন্ত্র শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আদর্শকে ধারন করে এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন দেবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহন করবো।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে নাছিম বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, সেই নির্বাচনে সবাই অংশ নেবে। যদি কেউ সুষ্ঠু, অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম করে এবং বাংলাদেশের ক্ষতি করতে চায়; তাদের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের নিয়ে সতর্ক অবস্থান নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।
আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্রের রাজনীতির সাথে আওয়ামী লীগ কখনো জড়িত হয় নাই। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ আরো এগিয়ে যাচ্ছে, উন্নয়ন সমৃদ্ধির পথে হাঁটছে যার নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৯   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা জাহিদ
ইরফান আলী গায়ানার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর : প্রসিকিউটর তামীম
সহকারী কমিশনার (ভূমি) গণের মানসিক চিন্তার উন্নয়ন ও মননে পরিবর্তন আনতে ভূমি উপদেষ্টার আহ্বান
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ : তথ্য সচিব
বদরুদ্দীন উমর আর নেই
মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : রিজওয়ানা
বুড়ো পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল
‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ