আইন-শৃংখলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার আহবান জানালেন ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন-শৃংখলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার আহবান জানালেন ডেপুটি স্পিকার
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



আইন-শৃংখলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার আহবান জানালেন ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু আইন-শৃংখলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখার আহবান জানিয়ে বলেছেন, সকল উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন-শৃংখলা পরিস্থিতি নির্বিঘœ রাখা।
আজ সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘উপজেলা আইন শৃংখলা সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শামসুল হক টুকু আরো বলেন, জনগণ যেন উন্নত বিশ্বের মত অবাধে চলাফেরা করতে পারে সে দিকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, খুন ও ডাকাতি থাকতে পারে না। স্মার্ট প্রশাসন ও রাজনীতিবীদদের সমন্বয়ে আইন শৃংখলা পরিস্থিতি হবে জনবান্ধব।
সভায় মাদকদ্রব্য আটকসহ সাঁথিয়া ও আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আইন শৃংখলা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরেন।
আইন শৃংখলা সভা শেষে একই ভেন্যুতে আয়োজিত আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় শামসুল হক টুকু বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কেউ গৃহহীণ থাকবে না। প্রকল্পটির সদস্য সচিবের তথ্যমতে এই উপজেলার হালনাগাদ তথ্যানুযায়ী গৃহের আবেদনকারী সকলের জন্য গৃহনির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। সাঁথিয়া উপজেলাকে এখন গৃহহীণমুক্ত ঘোষণা করা যায়। এরপরও কেউ বাদ থাকলে তাকেও ঘর দেয়া হবে।
শামসুল হক টুকু আজ নন্দনপুর কে টি এস আয়শা খাতুন উচ্চ বিদ্যালয়, সিলন্দা উচ্চ বিদ্যালয় ও হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে ও নৈতিকতায় উন্নত করার পাশাপাশি তাদেঁর খেলাধুলা ও সাংস্কৃতিক জগতে সমানভাবে অংশগ্রহণ করাতে হবে। পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করছে। এসময় তিনি সিলন্দা উচ্চ বিদ্যালয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন উদ্বোধন করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৫:০৪   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি : প্রধান বিচারপতি
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ