খারকিভে রুশ বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » খারকিভে রুশ বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা
রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩



খারকিভে রুশ বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা

চীনের শান্তি প্রস্তাব নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই খারকিভে রুশ বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইউক্রেন। তাৎক্ষণিকভাবে এ হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) খারকিভের রুশ নিয়ন্ত্রিত এলাকায়সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এ রকেট হামলা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে তথ্য উঠে আসে।

এতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরেই অঞ্চলটিতে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে দুদেশের নিরাপত্তা বাহিনী। এদিন রুশ বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলার ভিডিও প্রকাশ করে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় বাহিনীর এক সদস্য বলেন, ‘অত্যাধুনিক অস্ত্র পেলে আমরা অবশ্যই এই যুদ্ধে জয়ী হব। প্রতিদিনই যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা ভীত নই। জয় আমাদের হবেই।’

ইউক্রেনের এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। খারকিভের পাশাপাশি বাখমুতসহ আরও ৬টি শহরে নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে উভয় বাহিনী।

এদিকে চলমান যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব রাশিয়া ও ইউক্রেন আলোচনার জন্য স্বাগত জানালেও এর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। একই প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, যুদ্ধ বন্ধে চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কারণ, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর চীনের পক্ষ থেকে কখনোই এর প্রতিবাদে নিন্দা জানানো হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ ভূমিকা পালনের কথা বললেও তাদের নানা তৎপরতা উল্টোটাই প্রমাণ করে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২৯   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরাইলের তীব্র হামলার মধ্যে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ালো
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির
ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ