উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেয়ার কথা বলে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি এক প্রতিবন্ধী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।

তিনি জানান, ভুক্তভোগীদের পক্ষে শিল্পী খাতুন নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। এরপর ওই প্রতিবন্ধী নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শহীদ একই এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি।

অভিযোগে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীন সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের বাড়াকান্দি এলাকায় বেশকিছু ঘর তৈরি করেছে উপজেলা প্রশাসন। এই প্রকল্পে ঘর বরাদ্দ দেয়ার কথা বলে একই ইউনিয়নের কাদাইগ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নিয়েছে শহীদ নামে এক প্রতিবন্ধী নেতা। ঘর পাওয়ার আশায় আট মাস আগে দরিদ্র পরিবারগুলো বিভিন্ন সমিতি থেকে টাকা ঋণ নিয়ে শহীদকে দেন। সর্বনিম্ন ২৫ হাজার থেকে ৮০ টাকা পর্যন্ত দেয়া হয়েছে তাকে। এরপর ঘর না দিয়ে শহীদ টালবাহানা শুরু করলে পরিবারগুলোর সন্দেহ হয়। পরে ভুক্তভোগীদের পক্ষে শিল্পী খাতুন নামে একজন সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীদের দাবি, দ্রুত তাদের টাকা ফেরত দেয়া হোক।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, প্রতারণার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ ৷ পরে প্রতারণার সঙ্গে জড়িত জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি শহীদকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় ২২ জনের কাছ থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকা নিয়েছে প্রতারক শহীদ। এ ছাড়া চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে জাইকার উপদেষ্টা কমিটির বৈঠক
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি
মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বাঙ্গালির আত্মপরিচয় ও আত্মবোধের বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক - স্পীকার
ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি
ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ