উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেয়ার কথা বলে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্প্রতি এক প্রতিবন্ধী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।

তিনি জানান, ভুক্তভোগীদের পক্ষে শিল্পী খাতুন নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। এরপর ওই প্রতিবন্ধী নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শহীদ একই এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি।

অভিযোগে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীন সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের বাড়াকান্দি এলাকায় বেশকিছু ঘর তৈরি করেছে উপজেলা প্রশাসন। এই প্রকল্পে ঘর বরাদ্দ দেয়ার কথা বলে একই ইউনিয়নের কাদাইগ্রামের দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নিয়েছে শহীদ নামে এক প্রতিবন্ধী নেতা। ঘর পাওয়ার আশায় আট মাস আগে দরিদ্র পরিবারগুলো বিভিন্ন সমিতি থেকে টাকা ঋণ নিয়ে শহীদকে দেন। সর্বনিম্ন ২৫ হাজার থেকে ৮০ টাকা পর্যন্ত দেয়া হয়েছে তাকে। এরপর ঘর না দিয়ে শহীদ টালবাহানা শুরু করলে পরিবারগুলোর সন্দেহ হয়। পরে ভুক্তভোগীদের পক্ষে শিল্পী খাতুন নামে একজন সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীদের দাবি, দ্রুত তাদের টাকা ফেরত দেয়া হোক।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, প্রতারণার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ ৷ পরে প্রতারণার সঙ্গে জড়িত জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি শহীদকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় ২২ জনের কাছ থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকা নিয়েছে প্রতারক শহীদ। এ ছাড়া চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৪১   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল
বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ