পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ২৫, গ্রেপ্তার ১৯৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ২৫, গ্রেপ্তার ১৯৩
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ২৫, গ্রেপ্তার ১৯৩

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনসহ মোট ১৯৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রেপ্তার আতঙ্কে অনেক বাড়ি পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে রয়েছে মামলার আসামি হওয়া পরিবারের লোকজনও। কিছু পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তাদেরকে অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনেকের অভিযোগ, কাদিয়ানিদের ওপর হামলার ঘটনায় জড়িত না হয়েও মামলার আসামি হয়েছেন তাদের স্বামী-সন্তানরা। অনেকে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকেই গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ফলে তাদেরকে এখন অর্ধাহার কিংবা অনাহারসহ দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করে মূলহোতাদের গ্রেপ্তারের দাবি তাদের।
তবে কোনো নিরীহ, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তিনি জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি আরও জানান, মামলা ও আসামি বেশি হওয়ার বিষয়টি নানাভাবে ছড়িয়ে পড়ায় লোকজনের মধ্যে স্বাভাবিক কারণেই কিছুটা উদ্বেগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩২   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
শিক্ষা কূটনীতি জোরদারে ঢাকায় আসছে মালদ্বীপের প্রতিনিধি দল
ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ