মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাগরিক সমাজের পাঁচজন প্রতিনিধি এ দাবি জানান।

তারা হলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরাব, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, রেজাউর রহমান লেনিন, সাইমুম রেজা তালুকদার এবং শারমীন খান।

এদিকে প্রস্তাবিত আইনটির নতুন একটি খসড়া আজ (মঙ্গলবার) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এটি আরও পর্যালোচনা করে আগামী ৬ এপ্রিল আবারও বৈঠক হবে বলে জানা গেছে।

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংবাদ মাধ্যমসহ নাগরিকদের মাঝে বড় উদ্বেগ রয়েছে। এছাড়া আইনমন্ত্রীও আজকের আলোচনায় বলেছেন অনেক ক্ষেত্রে এই আইনের অব্যবহার হয়। তাই এটি নিয়ে সার্বিকভাবে নাগরিক সমাজের অবস্থান হচ্ছে- আইনটি বাতিলের বিকল্প নেই। কেননা; এমন আইন ঢেলে সাজালেও সবার নিকট গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আগামী ৩০ মার্চ আবারও বৈঠক হবে।

আজকের বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও একাধিক সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১:৫৮:২২   ১৪৪ বার পঠিত