ইমরানকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ, পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইমরানকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ, পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষ
বুধবার, ১৫ মার্চ ২০২৩



ইমরানকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ, পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তাকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাতভর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চালায়। এ সময় তিনি তার লাহোরের বাসভবনে অবস্থান করছেন। খবর এএফপি’র।
গত বছর অনাস্থা ভোটের মাধ্যমে খানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং আগাম নির্বাচন দিয়ে ফের ক্ষমতায় আসার জন্য প্রচারণা চালানোর কারণে তাকে একাধিক আইনি মামলায় জড়ানো হয়েছে।
পুলিশ রাতভর খানের জামান পার্কের বাসভবনের কাছে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। সেখানে অবস্থানরত বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায়।
ভোর হওয়ার কিছুক্ষণ আগে খান একটি ভিডিও বার্তা দেন। এ বার্তায় তাকে টিয়ার গ্যাসের ক্যানিস্টারে সজ্জিত একটি ডেস্কে পাকিস্তান ও পিটিআই’র পতাকার সামনে বসে থাকতে দেখা যাচ্ছে।
‘আমি আজ সমগ্র জাতিকে বলছি যে, তারা আবারো প্রস্তুত, তারা আবারো আসছে।’
‘তারা আমাদের জনগণকে লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়বে এবং এ জাতীয় অন্যান্য কাজ করবে, তবে আপনাদের জানা উচিৎ যে, তাদের এমনটা করার কোন যুক্তি নেই।’
পুলিশের সাথে সংঘর্ষ শুরু হওয়ার পর কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি তার কর্মী-সমর্থকদের রাস্তায় নেমে এসে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান। খানের এমন আহ্বানের পর ইসলামাবাদ, লাহোর, করাচি ও পেশোয়ারে সমর্থকরা রাস্তায় নেমে আসে।
এদিকে পিটিআই’র উপনেতা শাহ মাহমুদ কোরেশি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ হতে চাই।’
কোরেশি বলেন, পুলিশের উচিত তাকে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়া।
তিনি আরো বলেন, তিনি ‘রক্তপাত এড়াতে একটি সমাধান খোঁজার চেষ্টা করবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৩   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন প্রায় সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফিলিপাইনে তীব্র তাপদাহ : ‘এত গরম যে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না’
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক
গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা চালাল হিজবুল্লাহ
ডব্লিউইসি সৌদি আরবকে তার ২৭তম সংস্করণের আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছে
মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ১০ ক্রু নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ