সোমবার, ২০ মার্চ ২০২৩

আসন্ন মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাতে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসন্ন মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাতে আলোচনা সভা
সোমবার, ২০ মার্চ ২০২৩



আসন্ন মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাতে আলোচনা সভা

ইসমাইল হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা ও রমজান মাসের পবিত্রতা বজায় রাখাসহ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সংশ্লিষ্ট সরকারি বিভাগ,সর্বস্তরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ ও শিমলা বাজার টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ,সর্বস্তরের ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বাজার সমিতির সভাপতি/ সাধারণ ও সাংবাদিকদের সমন্বয়ে একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়। রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না। যারা খোলা রাখবে পর্দার সহিত খোলা রাখতে হবে এবং উন্মুক্ত কোন খাবার বিক্রি করা যাবে না এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখতে হবে।

বিশেষ করে ফরমালিনমুক্ত মাছ, বয়লার মুরগি,দেশি মুরগি, ডিম, গরুর মাংস, খাসির মাংস, ফলমূল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বাভাবিক মূল্যেই বিক্রি করতে হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করা হবে এবং ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ ভাবে কেনাকাটা করতে পারেন সে দিকে প্রশাসনিক নিরাপত্তা প্রদান করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের ব্যবসায়ীদের সভায় আশ্বস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩০   ১৫৩ বার পঠিত