হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি

প্রথম পাতা » খেলাধুলা » হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি
শনিবার, ১ এপ্রিল ২০২৩



হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো। ইতিহাদে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে লিভারপুল। ম্যাচটি শুরু হবে শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়। আরেক ম্যাচে রাত ৮টায় মাঠে নামবে টেবিল টপার আর্সেনাল, প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চেলসি, এ ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ১০টায়।

চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে সিটিজেনরা। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসেও ঘাটতি নেই কোনো। ইপিএলে টানা ছয় ম্যাচ অপরাজিত পেপ গার্দিওলা বাহিনী। ফুটবলাররাও আছেন দুর্দান্ত ছন্দে। তাই খানিকটা নির্ভার কোচ গার্দিওলা। তবে অতীত পরিসংখ্যানের দিকে তাকালে স্বস্তির উপলক্ষ খুঁজে পাবেন না তিনি। গত দুই বছরে সাতবারের দেখায় মাত্র দুটিতে জিতেছে সিটি, তিনটিতে জয় পেয়েছে অল রেডরা। ড্র দুই ম্যাচ।

অতীত ইতিহাস অল রেডদের কিছুটা এগিয়ে রাখায় কিছুটা চিন্তামুক্ত ইয়ুর্গেন ক্লপ। হাইভোল্টেজ এ ম্যাচের আগে গার্দিওলার জন্য বড় দুঃসংবাদ হলো এ ম্যাচে তিনি পাচ্ছেন না হালের জনপ্রিয় ফুটবলার আর্লিং হল্যান্ডকে। ইনজুরির কারণে থাকছেন না ফিল ফোডেনও। লিভারপুলেরও ইনজুরি তালিকাটা বেশ বড়। লুইস দিয়াজ, র‌্যামসেসহ ছয়জন ফুটবলার পড়েছেন ইনজুরির কবলে।

এদিকে ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে টেবিল টপার আর্সেনাল মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। চলতি মৌসুমে রীতিমতো উড়ছে গানাররা। জয়, হার মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা অক্ষুণ্ণ রেখেছে আর্তেতা বাহিনী। প্রতিপক্ষ লিডসের বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে দল। কেননা, বিগত দুই বছরে পাঁচ দেখায় কখনোওই জয়ের মুখ দেখেনি লিডস। তাই এ ম্যাচেও জয় তুলে নিতে আত্মবিশ্বাসী আর্সেনাল।

আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে ভিলাকে আতিথ্য দিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর ব্লুজ। তবে, অ্যাস্টন ভিলাও ছেড়ে কথা বলবে না। অতীতে দুদল লড়াই করেছে সমানে সমান। তিন বছরের সাত ম্যাচে দুটি করে জয় আছে দুদলের।

বাংলাদেশ সময়: ১১:২৯:০২   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ