ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের

অন্তত আরও চার-পাঁচ ম্যাচ গোল না করলেও চিন্তা করতে হচ্ছে না আরলিং হল্যান্ডকে। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে কারো পক্ষে তাকে পেছনে ফেলা যে কঠিনের কাতারেই পড়ছে। এবার ১০ ম্যাচে করে ফেলেছেন ১৩ গোল।

হল্যান্ডের সবশেষ দুটি গোল গতকাল বোর্নেমাউথের বিপক্ষে। ইতিহাদে ১৭ মিনিটে প্রথম গোল করার পর ফের জালের দেখা পান ৩৩ মিনিটে। তাতে ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে, অন্য গোলটি নিকো ও’রেলির। এই জয় দিয়ে কঠিন সময় পেছনে ফেলে সিটি উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের।

এক অর্থে এটা সিটির ঘুরে দাঁড়ানো। কারাবো কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সব মিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ পেপ গার্দিওলা। বোর্নেমাউথ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই, আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি (শিরোপার দৌড়ে)। মাত্র ১০ ম্যাচ, আরও ২৮টা খেলতে হবে। অনেক কিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো থেকে আরও ভালো হওয়া।’

হল্যান্ড করেছেন ১৩ গোল, দুইয়ে থাকা অ্যান্তোনি সেমেনিওর তার অর্ধেক গোলও নেই। বোর্নেমাউথ তারকা ৬টি গোল করেছেন ৯ ম্যাচে। হল্যান্ড কিছু দিন নির্ভারই থাকতে পারেন। অবশ্য তিনি শুধু লিগেই গোল করছেন না, অন্যান্য প্রতিযোগিতায় ৩ ম্যাচে করেছেন ৪ গোল। নরওয়েজিয়ান এই তারকাকে তার গুরু মেসি-রোনালদোর লেভেলের মনে করছেন।

গার্দিওলা বলেন, ‘এটা হলো আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। তার (হল্যান্ড) প্রভাব অনেক বড়। ওই লোকটার সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই লেভেলের (মেসি-রোনালদো)। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই লেভেল…।’

বাংলাদেশ সময়: ১০:৪৭:২০   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ
অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ
মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
ম্যানসিটিকে হারিয়ে এমেরির জাদুতে ইতিহাস গড়ল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ