হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল

প্রথম পাতা » খেলাধুলা » হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল

ফুটবলে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। জাতীয় দল তো বটেই বয়সভিত্তিক ফুটবলেও সাফল্যখরায় ভুগছে সেলেসাওরা। কিছুদিন আগে শেষ হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল নেইমার-ভিনিসিউসের উত্তরসূরিরা। তবে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছে ব্রাজিলিয়ানদের।

মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হন্ডুরাসের জালে গোল উৎসব করেছে ব্রাজিল। ৭-০ গোলের বিশাল জয়ে গ্রুপ ‘এইচ’–এর শীর্ষে উঠেছে ব্রাজিল।

জোড়া গোল করেছেন ডেল। এছাড়া রুয়াল পাবলো, ফেলিপে মোরাইস, ভিতর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেক একটি করে গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সফলতম দল ব্রাজিল। এখন পর্যন্ত চারবার টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। ২০১৯ সালে শেষবার চ্যাম্পিয়ন হওয়া সেলেসাওদের শুরুটা হলো দারুণ।

অ্যাস্পায়ার জোনের তিন নম্বর পিচে ব্রাজিলের লিড পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৯ মিনিট। গোল করে সেলেসাওদের এগিয়ে দেন রুয়ান। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল।

১৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন মোরাইস। আর প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের চতুর্থ আর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ডেল। ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৫৯ মিনিটে হুগো গোল করেন। ৭৪ ইনিটে অ্যাঞ্জেলো এবং ৯০ মিনিটের মাথায় মেক গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

ব্রাজিল জয় পেলেও পা হড়কেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জার্মানিকে এগিয়ে দেন টনি ল্যাঙস্টেইনার। কিন্তু দ্বিতীয়ার্ধে এই গোল শোধ করে দেন কলম্বিয়ার হুয়ান হোসে কাতানো। ম্যাচে আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৩   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের
সিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার আর্সেনালের
মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ