![]()
রূপগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মো. শামীম মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার রূপসী বাসস্যান্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এ্যাজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সামনে সুনামগঞ্জ হতে, ঢাকাগামী পাকা রাস্তার উপর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শামীম মিয়া হবিগঞ্জ মাধবপুরের ইটাখোলার উত্তর সন্তোষপুর এলাকার মো. নূর মিয়ার ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মো. শামীম মিয়া দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে সিলেট ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২৩:৫০:৪০ ৩৪৬ বার পঠিত