নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতাদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেন, বাংলাদেশের সব জেলা পরিষদ চেয়ারম্যান পোড় খাওয়া, ত্যাগী ও নির্যাতিত রাজনীতিবিদ। অনেকেই বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করা মানুষ। প্রধানমন্ত্রীর ‘ভিশন গ্রাম হবে শহর’ এই স্লোগান সামনে রেখে আপনারা কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার স্বপক্ষে সবাইকে নিয়ে আপনারা দেশের সার্বিক উন্নয়নে কাজ করবেন। দেশের উন্নয়নে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। আমরা গর্বিত এবং দেশের আপামর জনসাধারণও আনন্দিত।’

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদসহ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০১   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ