ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ)। বুধবার সকাল সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম কোতোয়ালী থানার আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেপ্তার আসামি সাদ্দামসহ অন্যান্য আসামি সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হকের ছেলে আশাকে ২০১০ সালে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

সোহাগ ও সাদ্দাম বাদে মামলার বাকি সব আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামি সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গত ০৫ মার্চ তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। অন্য আসামিদের মধ্যে মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য আসামি সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রিজাইডিং কর্মকর্তাদের ডিসি বললেন, মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
ধানের শীষ-খেজুর গাছের পক্ষে কাজ করবেন: সাখাওয়াত
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
তারেক রহমানের সঙ্গে রিক্সা, ভ্যান অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময়
তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কোরআন খতম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ