ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ)। বুধবার সকাল সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম কোতোয়ালী থানার আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেপ্তার আসামি সাদ্দামসহ অন্যান্য আসামি সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হকের ছেলে আশাকে ২০১০ সালে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

সোহাগ ও সাদ্দাম বাদে মামলার বাকি সব আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামি সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গত ০৫ মার্চ তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। অন্য আসামিদের মধ্যে মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য আসামি সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি
মাসুদুজ্জামানের পক্ষে মদনগঞ্জে ৩১ দফা কর্মসূচি প্রচারে গণসংযোগ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব
জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ উপদেষ্টা
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
জামালপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মায়ের অভিযোগ পরিকল্পিত
জামালপুরে এনজিও ম্যানেজারকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ২
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ