ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



ময়মনসিংহের আশা হত্যা: সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের কোতোয়ালী থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ)। বুধবার সকাল সাড়ে ৯টায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম কোতোয়ালী থানার আকুয়া হাবুল বেপারীর মোড় এলাকার ফকির ড্রাইভারের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, কোতোয়ালী থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেপ্তার আসামি সাদ্দামসহ অন্যান্য আসামি সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হকের ছেলে আশাকে ২০১০ সালে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

সোহাগ ও সাদ্দাম বাদে মামলার বাকি সব আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামি সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত গত ০৫ মার্চ তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। অন্য আসামিদের মধ্যে মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যান। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য আসামি সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
বিদেশে চাকরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী বিল, ২০২৪ উত্থাপন
সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০২৪ উত্থাপন
অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ অন্যান্য জাল ব্যবহার করতে দেয়া হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ