ঈদ উপলক্ষে বরিশালে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদ উপলক্ষে বরিশালে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



ঈদ উপলক্ষে বরিশালে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশব্যাপী দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়ার সেনা সদস্যরা বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট জেলার ৩০০০ গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এই কর্মসূচির আওতায় গত ১৯ এপ্রিল পটুয়াখালীর ইটবাড়ীয়া এবং গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়ন বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বরিশাল শহরের আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে শেখ হাসিনা সেনানিবাস এর পক্ষ হতে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বরগুনার আমতলী, বাগেরহাটের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুর জেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
উল্লেখ্য, শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া সর্বদাই নানাবিধ জনহিতকর এবং দেশ গঠণমূলক কাজে স্বপ্রণোদিতভাবে নিজেদের সম্পৃক্ত করে থাকে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বৃহত্তর বরিশাল অঞ্চলের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনাতেও শেখ হাসিনা সেনানিবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শেখ হাসিনা সেনানিবাস তথা বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:৪২   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
অন্যায়ের বিরুদ্ধে মরণপণ সংগ্রামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার বার্তা দেয় পবিত্র ‘আশুরা’: মির্জা ফখরুল
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না : জামায়াত আমির
ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অর্থ উপদেষ্টা
যে যাই বলুক সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন
‘থ্রি জিরো’ বাস্তবায়নে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ