জমিতেই মড়কে নষ্ট ধান, দুশ্চিন্তায় কৃষকরা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জমিতেই মড়কে নষ্ট ধান, দুশ্চিন্তায় কৃষকরা
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



জমিতেই মড়কে নষ্ট ধান, দুশ্চিন্তায় কৃষকরা

বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষি চরম বিপর্যয়ের সম্মুখীন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২৮ ও ২৯ জাতের ধান থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। জমিতে মড়কে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে কীভাবে ফসল রক্ষা হবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যাপরবর্তী বছরে বোরো ধানের সোনালি আভায় কৃষকের মনে সুখের ঝিলিক দেয়ার কথা। অথচ মন ভালো নেই কৃষকের। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে দেয়া ২৮, ২৯ বিরি ধানসহ কয়েক জাতের বীজে এখন ফলশূন্য।

কৃষকরা বলেন, ধানে কোনো চাল নেই, শুধু শিষ। এটা আবাদ করে কোনো লাভ হয়নি। বিনামূল্যে রুপালি বীজে এনে ফসল ফলিয়েছিলাম, সব মরে গেছে। তবে কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শে ওষুধ স্প্রে করছি। দেখা যাক, কী হয়।

এমন পরিস্থিতিতে এই জাতের ধান হাওড়ে চাষ না করার এবং বীজ সংগ্রহে না রাখার নির্দেশ দেয় কৃষি বিভাগ। তার বিকল্প হিসেবে ৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু ১০০ ধানের বীজ বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন কৃষি কর্মকর্তা।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, যদি বিরি ২৮ আবাদ করেন; তা হলে এতে ব্লাস্টের (মড়ক) আক্রমণ হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমনটা হচ্ছে। এতে আপনাদের ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামীর জন্য তারা যে ২৮ আবাদ করেছেন, এর বীজ ঘরে না রাখার পরামর্শ দেন ওই কৃষি কর্মকর্তা।

চলতি বোরো মৌসুমে চার লাখ ৮৮ হাজার ১৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে চার লাখ ৯০ হাজার ৫৭৭ হেক্টরে বোরো আবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১০:০৮   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির
২৪ এপ্রিল থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হবে : কৃষি উপদেষ্টা
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা, খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের
সেঞ্চুরির তালিকায় লেবু-শসা-বেগুন
মিনি কোল্ড স্টোরেজ ও খামারী অ্যাপ কৃষিতে আনবে নতুন মাত্রা : কৃষি উপদেষ্টা
জুন মাসেই ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ
কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ