আরিয়ানের নির্দেশনায় শাহরুখ, এক ফ্রেমে বাবা-ছেলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরিয়ানের নির্দেশনায় শাহরুখ, এক ফ্রেমে বাবা-ছেলে
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



আরিয়ানের নির্দেশনায় শাহরুখ, এক ফ্রেমে বাবা-ছেলে

সব জল্পনার অবসান ঘটিয়ে বিনোদন জগতে অভিষেক হলো আরিয়ান খানের। আরিয়ান শাহরুখ খানের ছেলে। তবে ক্যামেরার সামনে নয় বরং তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্যামেরার পেছনেই। আর আরিয়ানের সেই পথচলা শুরুও হলো ক্যামেরার পেছনে থেকেই।

নিজস্ব পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান খান। ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই বিজ্ঞাপনেই তিনি পরিচালক হয়ে আত্মপ্রকাশ করলেন। বাবা-ছেলেকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও।

কেউ লিখেছেন, ‘এক ভিডিওতে দুজনকে দেখে মন ভরে গেল’। কারও মতে, ‘আমি জানি না কেন ও (আরিয়ান) অভিনেতা হতে চায় না। ওকে পর্দায় দুর্দান্ত দেখাচ্ছে’। কেউ লিখেছেন, ‘এ যেন অবিকল শাহরুখ’। এক কথায়, আরিয়ানের কাজের প্রশংসায় ভাসছে নেট দুনিয়া।

ছেলে নিজের ব্র্যান্ড লঞ্চ করল, আর তার মুখ যে শাহরুখই হবেন তা প্রত্যাশিত ছিল। তবে সবাইকে চমকে দিয়ে শাহরুখ জানালেন, ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রথম বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। শুধু তা-ই নয়, নিজের প্রথম কাজে বলিউড বাদশাহকে ‘অ্যাকশন’ বলারও সুযোগ পেয়েছেন তিনি।

শুটিং সেট থেকে আরিয়ানের ছবিও পোস্ট করেছেন বলিউডের বাদশা। যেখানে দেখা যায়, মনিটরের সামনে একদৃষ্টে তাকিয়ে জুনিয়র খান। মন দিয়ে শট পরীক্ষা করছেন তিনি। অন্যদিকে আলো-আঁধারিতে দাঁড়িয়ে শাহরুখ।

গত বছরের শেষ দিকে সামাজিকমাধ্যমে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এবার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১১:১৩:৫৪   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
সিদ্ধিরগঞ্জ ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
জনগণ ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে: সাখাওয়াত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ