নওগাঁয় বৃষ্টিতে কমেছে আম ঝরে পড়ার হার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বৃষ্টিতে কমেছে আম ঝরে পড়ার হার
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



নওগাঁয় বৃষ্টিতে কমেছে আম ঝরে পড়ার হার

নওগাঁয় টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে বাগানে আম ঝরে পড়ার হার কমেছে। সেই সঙ্গে আমের সতেজতাও বেড়েছে। আগামী ২৫ মে থেকে পরিপক্ব আম বাজারজাত করতে জোর প্রস্ততি চলছে বাগানগুলোতে।

গত বছরের ন্যায় এবারও দাম ভালো পাওয়া গেলে জেলায় প্রায় ১৫০০-১৬০০ কোটি টাকার আম বাণিজ্য হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

জেলার আম বাগান ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহ টানা তাপপ্রবাহের পর হালকা বৃষ্টিতে নমনীয় হয়েছে আবহাওয়া। এতেই নওগাঁর বরেন্দ্র এলাকার আম বাগানগুলোতে কমেছে আম ঝরে পড়ার হার। অন্যদিকে হালকা বৃষ্টি আর সহনীয় আবহাওয়ায় বেড়েছে আমের সতেজতা। পাতার ফাঁকে দোল খাওয়া আম আশা জাগাচ্ছে বাগান মালিকদের। শেষ মূহূর্তে বাজারজাত করতে বাগানে চলছে নিবিড় পরিচর্যা। গত কয়েকদিনের খরায় প্রায় ১০ শতাংশ আম ঝরে পড়েছে।

তবে বাগান মালিকরা বলছেন, এবার গাছগুলোতে তুলনামূলক বেশি আম ধরেছে। আর আমের কাঙ্ক্ষিত দর পাওয়া গেলে ভালো লাভবান হওয়া যাবে।

জেলা সদরের বক্কার পুর এলাকার আম বাগানের মালিক ময়েন উদ্দিন জানান, এবার আমের সাইজ খুব ভালো। ভালো দাম পেলে আমরা লাভবান হবো।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মুনজুর এ মওলা বলেন, আমরা আশাবাদী এবারও আমের খুব ভালো ফলন হবে। ভালো দাম পাওয়ার জন্য ব্যবসায়ীদের নিয়ে আমরা কর্মশালা করছি। ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, আম্রপালি, বারি-৪, ব্যানানা কাটিমনসহ অন্তত ২৩ জাতের সুস্বাদু আম উৎপাদন হয় জেলায় ।

চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে গড়ে তোলা ছোট বড় ১২ হাজার আম বাগান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আর এসব বাগান থেকে প্রায় ১৫০০-১৬০০ কোটি টাকার আম বাণিজ্য হবে ধারণা ব্যবসায়ীদের।

বাংলাদেশ সময়: ১৩:০২:১৮   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে তা‌গিদ
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল
প্রতিটি ভবন হতে হবে পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল
ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি ঘোষণা
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বেগম খালেদা জিয়া আজ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন
বিনা নোটিশে কোনো সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই : মাহফুজ আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ