২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু হচ্ছে এমআরটি পুলিশের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু হচ্ছে এমআরটি পুলিশের
রবিবার, ৩০ এপ্রিল ২০২৩



২৩১ জনবল নিয়ে যাত্রা শুরু হচ্ছে এমআরটি পুলিশের

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মেট্রোরেলের নিরাপত্তার জন্য গঠিত হতে যাচ্ছে এমআরটি পুলিশ। সম্প্রতি এমআরটি পুলিশ গঠনের জন্য অনুমতি দিয়েছে সচিব কমিটি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এটি।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) ফারুক আহমেদ।

তিনি বলেন, সম্প্রতি সচিব কমিটি মেট্রোরেলের জন্য পুলিশের ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে। মোট ২৩১ জন নিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করবে এমআরটি পুলিশ। প্রথম দিকে যদিও জনবল নিয়োগের সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ ২৩১ জনের অনুমোদন দেওয়া হয়েছে। একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশ পরিচালিত হবে। এতে একজন পুলিশ সুপারও দায়িত্বে থাকবেন।

ঠিক কবে নাগাদ এমআরটি পুলিশের কার্যক্রম চালু হবে জানতে চাইলে তিনি বলেন, সচিব কমিটি অনুমোদন দিয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে। তারপর শুরু হবে এর কার্যক্রম।

এমআরটি পুলিশের কার্যক্রমে কী কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য দেশের এমআরটি পুলিশ যেভাবে কাজ করে সেভাবেই আমাদের এমআরটি পুলিশ কাজ করবে। শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা ও স্থাপনার নিরাপত্তার জন্য কাজ করবে তারা।

উল্লেখ্য, এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেওয়া হয়। এরপর সচিব কমিটি ২৩১ জনবলের অনুমোদন দেয়।

বাংলাদেশ সময়: ১৮:০০:১১   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ
সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের
‘গণ-অভ্যুত্থানের বিজয় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বন্দরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি, আটক ১
তিন ঘণ্টা পর চাষাঢ়া থেকে সরলেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ