ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী
বুধবার, ৩ মে ২০২৩



ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে, তবে অবশ্যই এ আইনের অপপ্রয়োগ হওয়া উচিত নয়।

বুধবার (৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরি মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের তুলনায় অপপ্রয়োগ (ডিজিটাল নিরাপত্তা আইন) কমেছে, তবে ‍শূন্যের কোটায় আনতে হবে।

‘দেশের মানুষের নিরাপত্তার জন্যই এ আইন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এই আইন আছে। আমাদের দেশেও এ আইন জনমানুষের নিরাপত্তার জন্য দরকার। অন্যান্য দেশে এ আইন আরও কঠিন বরং আমরা এখনও এ আইন সহনশীল অবস্থায় রেখেছি,’ বলেন তিনি।

সংবাদ প্রকাশে সাংবাদিকদেরও আরও যত্নশীল হতে হবে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার না করে সংবাদ প্রকাশে আরও যত্নশীল হতে হবে। আর হাতে মোবাইল থাকলেই সাংবাদিক হওয়া যায় না, সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণও প্রয়োজন।

স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতার সমন্বয় না থাকায় গণমাধ্যমের ভিত শক্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার হলে জরিমানা ও সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। কিন্তু বাংলাদেশে কখনও এমনটা হয়নি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়েছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়েছেন, যোগ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের হয়রানির জন্য করা হয়নি। এটা সবার নিরাপত্তার জন্যই করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৮   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ
সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের
‘গণ-অভ্যুত্থানের বিজয় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে’
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বন্দরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি, আটক ১
তিন ঘণ্টা পর চাষাঢ়া থেকে সরলেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ