মাদারীপুরে দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ মেরিটাইম ইনস্টিটিউট, জুনে উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ মেরিটাইম ইনস্টিটিউট, জুনে উদ্বোধন
সোমবার, ৮ মে ২০২৩



মাদারীপুরে দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ মেরিটাইম ইনস্টিটিউট, জুনে উদ্বোধন

প্রতিবছর ৬শ’ নাবিক-ক্রু’র প্রশিক্ষণ নেয়ার জন্য চট্টগ্রামের পর দেশের সর্ববৃহৎ ও দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট নির্মাণ করা হয়েছে মাদারীপুরে।
চলতি মাসের শেষে অথবা আগামী জুনে এর উদ্বোধন হবে বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ মাদারীপুরের দুধখালীতে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, দেশে ও বিদেশে জাহাজে কর্মরত নাবিক ও ক্রু’দের প্রশিক্ষনের জন্য এই প্রতিষ্ঠান ৭৬ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি গ্রুপে ৬শ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যারা বিদেশে জাহাজে চাকুরী করে তারা ১০ বছর চাকুরী করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারে। এখান থেকে যারা প্রশিক্ষণ নিবে তারাও ভাল আয় করবে। প্রশিক্ষণার্থীর জন্য থাকা-খাওয়া ও খেলাধুলারও সু-ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে।
তিনি বলেন, শুধু ছেলে নয়, মেয়েরাও এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে- যা থেকে দেশের আর্থিক উন্নয়ন হবে। মাত্র ৬ মাসের কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিলে খুব সহজেই জাহাজে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জণ করা সম্ভব। দেশের ১১ হাজার নাবিক বিভিন্ন দেশে কর্মরত রয়েছে, এছাড়া ৬ হাজার ক্রু চাকুরী করছে। যারাই প্রশিক্ষণ নিয়েছে- কেউ বেকার বসে নেই। সবারই চাকুরী হয়েছে বলে তিনি জানান।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট-এর অধ্যক্ষ আতাউর রহমান, গণপূর্ত বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪১   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে ফ্রান্স: রাষ্ট্রদূত
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা উচিত নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার
উন্নত দেশগুলোকে ন্যাপ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচিব
আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে - পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ