চট্টগ্রামে চলন্ত লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে চলন্ত লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২
বুধবার, ১০ মে ২০২৩



চট্টগ্রামে চলন্ত লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে নিহত ২

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর একটি কনটেইনার পড়ে ওই রিকশায় থাকা দুই যাত্রী নিহত ও রিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার স্টিল মিল বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চলন্ত একটি লরি থেকে হঠাৎ কন্টেইনার উল্টে রাস্তায় পড়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও রিকশায় থাকা দুই যাত্রী কনটেইনারের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নিচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় ও রিকশাচালককে আহত অবস্থায় উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তায় কনটেইনারটি সরানো হয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, কনটেইনার চাপা পড়ে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি রিকশাকে ক্রস করার সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হন রিকশাচালক। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১২:১৪   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা
কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার: শিল্প উপদেষ্টা
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে মাদক বিরোধী কর্মশালা
ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না : এ্যানি
টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুমিল্লায় কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ
চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ