বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে সবাই এগিয়ে আসুন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে সবাই এগিয়ে আসুন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সোমবার, ১৫ মে ২০২৩



বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে সবাই এগিয়ে আসুন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়াতে ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম।
আজ সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
স্থানীয় সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন এবং তথ্য অধিকার আইন, ২০০৯ অবহিতকরণ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিচারপতি নিজামুল হক নাসিম বাস্তব ও ন্যায়সঙ্গত লেখনীর মাধ্যমে দেশের কাজে সাংবাদিকদের আরো বেশি করে নিয়োজিত রাখার আহবান জানিয়ে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন । তাই তিনি পেশাগত মান বাড়ানো ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। এ আচরণবিধি ও নীতিমালা মেনে সাংবাদিকদের কাজ করতে হবে।
পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রেস কাউন্সিল। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রেস কাউন্সিলের তত্ত্বাবধায়ক মো.শাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো.মাসুদ খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.এহসান শাহ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২১:১০   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার সুযোগ কাজে লাগাতে হবে : প্রধান বিচারপতি
৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ