অণিমার কণ্ঠে বিশেষ নিবেদন ‘ধনধান্য পুষ্পভরা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » অণিমার কণ্ঠে বিশেষ নিবেদন ‘ধনধান্য পুষ্পভরা’
বুধবার, ১৭ মে ২০২৩



অণিমার কণ্ঠে বিশেষ নিবেদন ‘ধনধান্য পুষ্পভরা’

কবি দিজেন্দ্রলাল রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘ধনধান্য পুষ্পভরা’ অনুষ্ঠানে কবির ৫ টি গান নিয়ে আসছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী অণিমা রায়।

অনুষ্ঠানে ডি এল রায়ের ৫ টি গান ও প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপনা দিয়ে সাজানো হয়েছে।

অণিমা রায়ের কণ্ঠে গানগুলো হলো ঐ মহাসিন্ধুর ওপার থেকে, আমরা মলয় বাতাসে ভেসে যাবো, সে কেন দেখা দিলোরে, আয়রে বসন্ত ও তোর কিরনমাখা, ধনধান্য পুষ্পভরা। বিশেষ দিবসের এই বিশেষ আয়োজন প্রসঙ্গে কন্ঠশিল্পী
অণিমা রায় বলেন, ‘দেশমাতৃকার দৃশ্যকল্প তার গীতিকবিতায় বারবার অনবদ্য হয়ে উঠে এসেছে। আমাদের বঙ্গবন্ধুও তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন। অনুপ্রাণিত হয়েছিলেন। বাংলা গানের এমন কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের এই উদ্যোগ সত্যিই দারুণ। এমনিতে আমার যে কোনো মঞ্চে পরিবেশনায় তাঁর গান গাওয়া হয় বা দর্শক শ্রোতারও অনুরোধ থাকে। এমন বরেণ্য কবির মৃত্যুবার্ষিকীতে আমার গানের নিবেদন করতে পেরে ভাল লাগছে।’

দিজেন্দ্রলাল রায়ের কথা সুরের এই কালজয়ী গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দোপাধ্যায়। গানগুলো ঢাকার বিভিণœ লোকেশনে গানগুলোর চিত্রায়ন হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।

বিশেষ আয়োজনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ। অনুষ্ঠানটি চ্যানেল আইতে ১৭ মে রাত ১০ টায় প্রচার হবে। ধনধান্য পুষ্পভরা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:২৮   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
সংযম, ত্যাগ ও সহমর্মিতার মনোবৃত্তিসম্পন্ন মানুষই প্রকৃত মানুষ- ধর্মমন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নীতিগত সিদ্ধান্তের বিষয়: জনপ্রশাসন মন্ত্রী
আমরা মোবাইলে ব্যাস্ত, সন্তানদের ভাবনার জগৎ তৈরি করছি না: ডিসি
সংসদে পরিশোধ ও নিষ্পত্তি বিল-২০২৪ উত্থাপন
খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী
ইউনিয়ন পরিষদ বিলের দুই ধারা সংশোধন চায় সংসদীয় কমিটি
প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতাবিরোধীদের নীলনকশার অংশ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ