আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান : লাবু চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান : লাবু চৌধুরী
বুধবার, ১৭ মে ২০২৩



আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান : লাবু চৌধুরী

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। এই উন্নয়নের একমাত্র দাবীদার আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি ও জামাতের লোক বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। আমরা সেই সুযোগ তাদেরকে দিবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা সবাইকে নিয়ে তাদেরকে প্রতিহত করবো।

মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি এ সময় আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় বিএনপি-জামাতের একজনও গ্রেপ্তার হয় না। এর কারন কি জানতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীকে আর কেউ নির্যাতন করার চেষ্টা করবেন না। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করবেন না। আমি সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তান, আমি এসব আর বরদাস্ত করবো না। সবাইকে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ শত শত নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৮   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে ফ্রান্স: রাষ্ট্রদূত
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা উচিত নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো দ্রুত সরানোর সুপারিশ
যে কোন দুর্যোগে পুলিশ জীবন বাজি রেখে সেবা প্রদান করছে : ডিএমপি কমিশনার
উন্নত দেশগুলোকে ন্যাপ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রযুক্তি সরবরাহ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচিব
আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে - পার্বত্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ