মার্কিন ভিসা নীতি বিরোধী দলের ওপরও বর্তাবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন ভিসা নীতি বিরোধী দলের ওপরও বর্তাবে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



মার্কিন ভিসা নীতি বিরোধী দলের ওপরও বর্তাবে: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভিসা নীতি কেবল সরকারি দলের জন্যই নয়, এটি বিরোধী দলের ওপরও বর্তাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এতে সম্পর্কের টানাপড়েন তো নেই-ই, দেশটির সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জ্বালাও-পোড়াও চাই না। যে কারণে আমরা বিশ্বাস করি, জ্বালাও-পোড়াও দলগুলো একটু সচেতন হবে। জ্বালাও-পোড়াও আর রাস্তা দখল করে আন্দোলন কমে যাবে। তারা যদি আইনানুগ কোনো আন্দোলন করে, তাহলে সরকার তাদের অ্যাকোমোডেট করতে খুবই আগ্রহী।’

‘কিন্তু মানুষকে অতিষ্ঠ করে, সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করে, গতবার তারা তিন হাজার ৮০০টি গাড়ি ও ২৭টি রেলবগি জ্বালিয়েছে, আমরা তা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক নিয়মে দেশ পরিচালনা করছেন বলেই দেশে উন্নতি হয়েছে, গড় আয়ু বেড়েছে। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে,’ যোগ করেন মন্ত্রী।

কাজেই যুক্তরাষ্ট্রের এ ভিসা নীতি বাংলাদেশের অবস্থানকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন আব্দুল মোমেন।

গেল ৩ মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ভিসা নীতির ব্যাপারে আপনাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কী তার জবাব দেয়া হয়েছে - এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘তাদের নীতি আমি জানাব কেন? তারা জানাবে। তাদের কাজ তাদেরই করতে দেন। আমাকে তাদের পররাষ্ট্রমন্ত্রী একটি চিঠি দিয়েছে, তাতে অত্যন্ত সুন্দর কথা বলা হয়েছে।

‘তাতে বলা হয়েছে, দিস পলিসি সাপোর্টস প্রাইম মিনিস্টার হাসিনা’স স্টেটেড কমিটেমেন্ট টু হোল্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন বাংলাদেশ অ্যান্ড অ্যালাউ দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাক্ট হোয়েন বাংলাদেশি সিটিজেনস অর অফিশিয়ালস ফ্রম অল পলিটিক্যাল পার্টিজ আন্ডারমাইন দিস ক্রিটিক্যাল কিলার অব ডেমোক্র্যাসি। অর্থাৎ বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে সমর্থন করছে এই নীতি এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী বাংলাদেশে সব রাজনৈতিক দলের কর্মকর্তা ও নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ করে দেবে।’

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কাজেই আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই। এটিকেই তারা সমর্থন দিয়েছেন।’

মার্কিন ভিসা নীতিকে কোনো বাড়তি চাপ মনে করছে না বাংলাদেশ, দাবি করেন আব্দুল মোমেন। অনেক আগ থেকেই আপনারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছেন। তারপরও কেন এই ভিসা নীতি আসছে, জানতে চাইলে তিনি বলেন, ‘দুষ্টু লোকরা দেখেন না এখনো জ্বালা-পোড়াও করে। গতকালকে (বুধবার) পুলিশকে পিটিয়েছে। তারপরে বাস জ্বালিয়েছে। এই ভিসা নীতিতে তারা একটু সাবধান হবে।’

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৬   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী: হাছান মাহমুদ
নাসুম-ইমরুল নৈপুন্যে ডিপিএলে অষ্টম জয় মোহামেডানের
বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত
শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি
বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি
সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ