আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, চলতি মাসের ১০ দিনে ৯ মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, চলতি মাসের ১০ দিনে ৯ মৃত্যু
রবিবার, ১১ জুন ২০২৩



আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, চলতি মাসের ১০ দিনে ৯ মৃত্যু

দেশে হঠাৎ করেই আশঙ্কাজনকহারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। দিন যতই যাচ্ছে, পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছয়গুণ বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও রেকর্ড ভাঙতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজারের বেশি রোগী। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনেই হাজার বেশি রোগী শনাক্ত হয়েছেন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ২২ জনের ‍মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের প্রথম ১০ দিনে নয়জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতে ৫৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৬ জনের, ফেব্রুয়ারিতে ১৬৬ জনের মধ্যে তিনজনের মৃত্যু, মার্চে কারও মৃত্যু না হলেও ১১১ জন আক্রান্ত, এপ্রিলে ১৪৩ জনের মধ্যে দুইজনের মৃত্যু এবং মে মাসে ১ হাজার ৩৬ জন আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে মৃত্যু হয় দুজনের। গত ৪ বছরের প্রথম ৫ মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে হয়তো রক্ষা পাব, না হলে ডেঙ্গু এবার মহামারি আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশোধিত গাইডলাইন প্রতিটি হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী চিকিৎসক, ওষুধসহ সবকিছু সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৩১   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার
তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব
পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর
ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির
সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল - পররাষ্ট্রমন্ত্রী
সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে - পানিসম্পদ প্রতিমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ