বাংলাদেশ কারও খবরদারির কাছে নতজানু হবে না: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ কারও খবরদারির কাছে নতজানু হবে না: প্রধানমন্ত্রী
রবিবার, ১৮ জুন ২০২৩



বাংলাদেশ কারও খবরদারির কাছে নতজানু হবে না: প্রধানমন্ত্রী

যুদ্ধজয়ের মাধ্যমে অর্জিত বাংলাদেশ কারও খবরদারির কাছে নতজানু হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘আমাদের দেশ স্বাধীন সার্বভৌম। স্বাধীন জাতি আমরা।’

‘কারও খবরদারির কাছে নতজানু হব না। এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশ অন্য কারও ব্যাপারে হস্তক্ষেপে আগ্রহী না। তাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক তা চায় না ঢাকা।’

স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার বিশ্বে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতি অনুরসরণ করে চলেছে। দেশের উন্নয়নে যখন যা প্রয়োজন তার সবই করা হচ্ছে।’

দক্ষতা উৎকর্ষতা দিয়ে দায়িত্ব পালন করে প্রশংসিত এসএসএফ:

প্রযুক্তি ব্যবহার করে কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে এসএসএফ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান। দক্ষতা উৎকর্ষতা দিয়ে দায়িত্ব পালন করে এসএসএফ প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসএফের সক্ষমতা বৃদ্ধিতে অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। যা এই বাহিনির দক্ষতা আরও বৃদ্ধি করেছে। আমি প্রথমেই একটা ফায়ারিং রিং তৈরি করে দিয়েছিলাম। এখন আরও উন্নত মানের ফায়ারিং রিং তৈরি হচ্ছে। এখন সব সময় প্রশিক্ষণ থাকতে হবে।’

দেশের আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। যা শুধু আর্থসামাজিক উন্নয়নেই কাজে লাগেনি, করোনাকালীন সময়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের ডিজিটাল সিস্টেম কাজে লেগেছে।’

বাংলাদেশ সময়: ১৫:০৩:১০   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে
আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশি-বিদেশি ষড়যন্ত্রে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : সাখাওয়াত
ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা
হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের ওপর থুতু ছিটান হাসিনা
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর
দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ