বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে শরীয়তপুরে ৫০ হাজার গাছের চারারোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে শরীয়তপুরে ৫০ হাজার গাছের চারারোপণ
সোমবার, ১৯ জুন ২০২৩



বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে শরীয়তপুরে ৫০ হাজার গাছের চারারোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে লাগানো হচ্ছে ৫০ হাজার গাছের চারা।
বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠন, গাছ শূন্য রাস্তার দুইধারে উপযোগীতা অনুযায়ী জেলার ৬ উপজেলাতেই এই কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে।
এরই অংশ হিসেবে আজ সোমবার জেলার গোসাইরহাট উপজেলা পরিষদ চত্বরে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর হাতে ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক , গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম।
এর আগে শরীয়তপুর সদর, ডামুড্যা ও নড়িয়া উপজেলায় সবুজায়ন কার্যক্রমের আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বাসস’কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে জেলায় ৫০ হাজার গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি।’
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” সরকারের এই শ্লোগানকে সামনে রেখেই জেলায় সবুজ বেষ্টনী গড়তে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, সবুজায়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে উৎসাহ দেয়া হচ্ছে। আমরা আশা করছি এই শিক্ষার্থীদের হাতধরেই আগামীর সবুজে ঘেরা বাংলাদেশ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করে ঘুরে দাড়াবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫৫   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান
তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
একটি বিশেষ দল গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: ডা. রফিক
নতুন নীতিমালায় স্টারলিংক লাইসেন্স সুবিধা, দুর্গম অঞ্চলে সেবা সম্প্রসারণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ