আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়
বুধবার, ২১ জুন ২০২৩



আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। পরপর কয়েকটি সিনেমা ফ্লপের পর পড়েছেন সমালোচনার মুখে।

সবশেষ অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। আর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতে প্রায় দুই হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এখন প্রশ্ন উঠেছে অক্ষয়ের সক্ষমতা নিয়ে।

তবে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন অক্ষয় কুমার। এসময় তিনি বলেছেন, ‘ব্যর্থতা ভুলে ঘুরে দাড়ানোর মন্ত্র জানা আছে তার’।

সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, ‘মানুষ হিসেবে কটাক্ষ শুনলে তিনিও কষ্ট পান।’

অক্ষয় জানিয়েছেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন রয়েছে। একটি সাধারণ বিষয় হলো, যখন একটি সিনেমা ভালো হয় তখন এর প্রশংসা হয়। আর যদি দর্শকদের ভালো না লাগে তাহলে আপনি যা কল্পনা করছেন তার চেয়েও বেশি সমালোচনা হয়। তবে দিনশেষে আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই।’

অভিনেতা আরও বলেন, ‘আপনাদের সমালোচনাতে কষ্ট পেলেও আমি ঘুরে দাঁড়াতে পারি এবং খুব দ্রুত এগিয়ে যেতে পারি। আমি আমার এ দক্ষতাকে নিয়ে গর্বিত। আমি প্রথম যেদিন কাজ শুরু করেছিলাম, সেদিন যে ইচ্ছাশক্তি আমার মধ্যে ছিল, আজও তা অটুট রয়েছে। আপনি সৎভাবে পরিশ্রম করলে তার ফল পাবেন। এভাবেই আমি এই পরিস্থিতি মোকাবেলা করি।’

টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’-তে পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি ৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়াও অক্ষয়কে পরবর্তীতে ও মাই গড ২ -এ পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে। আগামী ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা আছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৭   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন - নৌপরিবহন উপদেষ্টা
ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক করলো কোস্টগার্ড
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের
শিশুরা সুযোগ পেলে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে : ইয়াশা সোবহান
স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি -মৎস্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ